কোচবিহার কুল দেবতা মদনমোহন মন্দিরে পুজো দিলেন কোচবিহার লোকসভা আসন থেকে জয়ী তৃণমূল-কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এ দিন তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বর্ষীয়ান তৃণমূল-কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ।
জয়ের পর পুজো দিয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, কোচবিহার কুল দেবতা মদনমোহনের পুজো দিয়ে তবেই শুভ কাজ শুরু করেন কোচবিহারবাসী। মনোনয়ন জমা দেওয়ার আগেও যেমন মদনমোহন মন্দিরে পুজো দিয়েছিলেন, জয়ের পরেও আগামী দিনে সাংসদ হিসেবে মানুষের জন্য কাজ করবেন এই আশাতেই পুজো দিয়ে নতুন দায়িত্ব সামলাতে চলেছেন বলেই জানালেন তিনি।