পাঁচ বছর ধরে বিজেপির মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও বঞ্চনার নিরিখেই মানুষের কাছে ভোট চাইবো। কোচবিহারে কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে এমনটাই বললেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল-কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। প্রার্থী ঘোষণার পর বুধবার প্রথম কোচবিহারে আসেন। র্যা লি করে কোচবিহার মদনমোহন মন্দিরে এসে পুজো দেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল-কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, রাজ্যের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচবিহারের অবহেলিত মানুষ যারা বিগত পাঁচ বছরে সাংসদকে জিতিয়েছেন তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি বঞ্চনা পেয়েছেন। বাংলার মানুষ ও কোচবিহার লোকসভার মানুষ বুঝতে পেরেছে ২০২৪ লোকসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে।