শুক্রবার রাতে ফাঁসিদেওয়া সংলগ্ন মহানন্দা ব্যারেজে ঘুরতে যায় দুই ভাই। ব্যারেজের পারে ঘোরাফেরা করার সময় ছোট ভাই জল দিয়ে পা ধুতে ব্যারেজে নামতেই পা পিছলে মহানন্দা নদীর জলে তলিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুরু করে দাদা। সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলে না।
এদিকে এই খবর পাওয়া মাত্র ব্যারেজে ছুটে আসেন আত্মীয় পরিজন সহ পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছোয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের নাম সুব্রত রায়, বয়স ২১ বছর। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকায়। তবে এই ঘটনায় উদ্ধারকারী বিপর্যয় মোকাবিলা দলকে খবর দেওয়া হলে তারা এসে জলে নেমে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারের কাজে নামে। গভীর রাত পর্যন্ত জারি থাকে তল্লাশি। তবে খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের। আজ ফের তার সন্ধান শুরু করে পুরো ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ।