সবে নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে। ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাস রুখতে বিভিন্ন স্থানে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও জওয়ানদের টহলদারি। এরই মাঝে আলিপুরদুয়ারে প্রকাশ্য দিবালোকে মহিলার শ্লীলতাহানের অভিযোগে গ্রেপ্তার হলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। আলিপুরদুয়ারের ১২ নম্বর ওয়ার্ডের বাবু পাড়া এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই জাওয়ানের নাম সোনা রাম। ঘটনায় আলিপুরদুয়ার থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, দোকানের সামগ্রী কিনে সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ আলিপুরদুয়ার বাজারে গিয়ে প্রতিদিনের মতোই ব্যবসা সামলাচ্ছিলেন ওই মহিলা। ওই সময় কিছু কেনার অছিলায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় ওই মহিলা প্রতিবাদ করতে চাইলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ওই জওয়ান, বলে অভিযোগ।
স্বামী বাড়িতে এলে পুরো বিষয়টি তাকে জানান ওই মহিলা। ধৃত ওই জওয়ানের সহকর্মীদের সহায়তায় তাকে শনাক্ত করা হয়। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। তবে জনবহুল এলাকায় নারীর সম্মান লুণ্ঠিত হচ্ছে, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর মত রক্ষকের সাত সকালে দিনের আলোতেই রীতিমতো 'ভক্ষক' হয়ে ওঠার ঘটনায় শহর জুড়ে বইছে নিন্দার ঝড়।