মহিষবাথানে অবৈধ দোকান ভেঙ্গে দিল প্রশাসন

শেষমেষ মঙ্গলবার কোচবিহার মহিষবাথান এলাকায় জেলা পরিবহন ভবনের সামনে অবৈধভাবে নির্মিত দোকানপাট ভেঙ্গে দিল প্রশাসন। কোচবিহার সদর মহকুমা শাসকের নেতৃত্বে কোচবিহার জেলা প্রশাসনের নির্দেশে এর আগেও একবার দোকান গুলো ভাঙতে গিয়েছিল পুন্ডিবাড়ি থানার পুলিশ। তবে ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে ফুটপাত উচ্ছেদ করা সম্ভব হয়ে ওঠেনি।

  সোমবার মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ উৎখাত নিয়ে কড়া বার্তা দেওয়ার পরেই পুন্ডিবাড়ী থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে মহিষবাথান পরিবহন ভবনের সামনে ফুটপাতের ওপর তৈরি হওয়া অবৈধ দোকানগুলো ভেঙ্গে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদাররা। প্রায় ১৭-১৮ বছর, কেউ বা ২০ বছর ধরে তারা সেখানে দোকান করে রোজগার চালাচ্ছিলেন। আচমকা উৎখাত হয়ে যাওয়ায় চোখের সামনে এখন শুধুই বেকারত্বের হাহাকার।