মাঝাবাড়ি এলাকায় একটি বাড়ির ওপরে থাকা চেয়ার টেবিলের গোডাউনে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ। এলাকাবাসীরা ঐ বাড়ি থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা ও আশিঘর ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।