মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় গ্রেপ্তার মহম্মদ আব্বাসকে শিলিগুড়ি আদালতে নিয়ে আসা হয়। আদালত সূত্রে খবর, আজ তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অগাস্ট মাসে অর্থাৎ ঠিক এক বছর আগে মাটিগাড়া থানার অন্তর্গত এলাকার একটি পরিত্যক্ত জায়গায় ওই স্কুল ছাত্রীকে নিয়ে গিয়ে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করে মহম্মদ আব্বাস। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেই আব্বাসকে মাটিগাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর দফায় দফায় চলে শুনানি। আজ ধৃতের সাজা ঘোষণা করতে চলেছে আদালত। এদিকে ধৃত মহম্মদ আব্বাসের বক্তব্য সে নির্দোষ।
মেয়ে তো আর ফিরে আসবে না। তবে আর কোন মায়ের কোল খালি না হোক এবং ঘটনায় অভিযুক্তের ফাঁসি দাবি তুলে সাংবাদিকদের সামনে মুখ খুললেন নির্যাতিতার মা।