এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়ায়। শপিংমল সংলগ্ন রেল সেতুর নিচের ঝোপঝাড়ে ওই দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই মহিলার কোন আত্মীয়-পরিজন, আশ্রয়স্থল কিছু নেই। নাম কবিতা (৩৫)। কুড়েনির কাজ করেই নিজের খরচা চালাতেন ঐ মহিলা। স্থানীয় সূত্র খবর, এদিন ভোরে স্থানীয় এক যুবক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঝোপঝাড়ে ঐ মহিলার মৃতদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা জড়ো হয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।