জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে শনিবার এক কর্মসূচির মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা জানানো হয়। এ দিন ৯ জন মাধ্যমিক ও ৭ জন উচ্চমাধ্যমিক কৃতী সহ দুঃস্থ ও মেধাবী পড়ুয়ার হাতে ফুলের তোড়া, উত্তরীয়, মিষ্টি, শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় বই কেনার কুপন। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, ডিএসপি, আইসি সঞ্জয় দত্ত সহ অনেকে।