মালদায় বিলে মাছের মড়ক

পুরাতন মালদার বলাতলি যাত্রাডাঙ্গা বিলের জল দূষিত হয়ে লক্ষাধিক টাকার মাছ মরে গিয়ে নষ্ট হওয়ার ফলে মাথায় হাত পড়েছে মৎস্যজীবি সমবায় সমিতির মৎস্যজীবিদের। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।