অবিলম্বে বিধান মার্কেটের ব্যবসায়ীদের মালিকানা দিতে হবে। এই দাবিতে এসজেডিএ দফতর অভিযানে ব্যবসায়ীরা। শুক্রবার শিলিগুড়ির বিধান মার্কেট থেকে এক বাইক র্যা লি করে মাটিগাড়ার হিমাচল বিহারে এসজেডিএ দফতর পর্যন্ত অভিযান চালান তাঁরা। কথা বলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর সঙ্গে। উপস্থিত ছিলেন বিধানমার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা সহ অন্যান্যরা