শিলিগুড়ি রাঙ্গাপানি রেল দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন ও হতাহতদের পরিবারের সাথে দেখা করার পরে কোচবিহারে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মদনমোহন মন্দিরে মা, মাটি, মানুষের নামে পুজো দিতেই সোমবার রাত ৯ টা ২০ নাগাদ তিনি কোচবিহারে এসে পৌঁছোন। রাতে থেকে যান কোচবিহার সার্কিট হাউজে। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে তৃণমূল একটাই আসন জিতেছে। আজ মদনমোহন মন্দিরে মা, মাটি, মানুষের নামে পুজো দেবেন ও একটি বৈঠক সারবেন।