সারা বাংলা জুড়ে ২ লক্ষ ৪০ হাজার মিড-ডে-মিল কর্মীর ১০ মাসের পরিবর্তে ১২ মাস বেতন, সরকারি স্বীকৃতি ও পরিচয়, ছাত্রীদের পুষ্টিকর খাদ্য মাথাপিছু বৃদ্ধি সহ ১০ দফা দাবিতে সোমবার খড়িবাড়ির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের প্রবেশ পথ আটকে রেখে বিক্ষোভ দেখান ইউনিয়নের সদস্যরা এবং স্মারকলিপি প্রদান করা হয়। পরে খড়িবাড়ির বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন সারা বাংলা মিড-ডে-মিল ইউনিয়নের সদস্য শোভা কার্জি ও অন্যান্যরা।