মিশনের‌ জমি দখলে রয়েছে শাসকদলের প্রভাব শংকর ঘোষ

শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সেবক হাউস পরিদর্শন করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর ঘোষ। রবিবার শিলিগুড়ি সেবক রোড স্থিত সেবক হাউস পরিদর্শন করেন তিনি। মিশনের জমি দখল করার চেষ্টার অভিযোগে ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেফতার করা হয়েছে। 

  প্রসঙ্গত, শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনার প্রায় ১২ দিন পর শনিবার সন্ধ্যে নাগাদ জংশন থেকে অবশেষে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হল মূল অভিযুক্ত প্রদীপ রায়। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক ছিল প্রদীপ রায়। শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালিয়ে রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায় শহর থেকে বাইরে যাওয়ার আগেই গ্রেফতার করে এসওজি ও ভক্তিনগর থানার পুলিশ। সূত্রের খবর, প্রদীপ রায় পলাতক থাকাকালীন শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

  গত ১৯ মে জমি শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখল করার চেষ্টা করে বলে অভিযোগ জমি মাফিয়া প্রদীপ রায় সহ আরও প্রায় ৩০-৪০ জনের বিরুদ্ধে। সেখানে থাকা নিরাপত্তারক্ষী ও বসবাসকারীদের জায়গা ছাড়তে ও প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলা হয় এবং সকলের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর রামকৃষ্ণ মিশনের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  অবশ্য ঘটনার ৪ দিন পর জমি দখলে জড়িত কেজিএফ গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।পরবর্তীতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত শুক্রবার রাতে খোলা চাঁদ ফাপড়ি এলাকা থেকে কেজিএফ গ্যাংয়ের মাস্টারমাইন্ড অলোক দাসকে গ্রেফতার করে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। এরপর শনিবার সন্ধ্যে নাগাদ মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করা হয় এবং রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

 এবারে এই নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তাঁকে বলতে শোনা যায়, "প্রদীপ রায় গ্রেফতারের ঘটনায় আমি খুশি। তবে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেফতার করা হয়েছে। শাসকদল‌ তথা তৃণমূলের প্রভাবশালী ব্যক্তির মদত না থাকলে কোনরকমভাবে প্রদীপ রায়ের মতো সামান্য একজন ব্যক্তি মিশনের জমি দখল করতে যায় না।"