মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুজো ও মহাযজ্ঞ

গতকাল কালীঘাটে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এদিন আলিপুরদুয়ার জংশন ছিন্নমস্তা কালী মন্দিরে পূজোর আয়োজন করে আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। এ দিন পূজার্চনায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় কালীবাড়ি শিব মন্দিরে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করলেন ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল-কংগ্রেসের কর্মী-সমর্থকরা