মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে অবস্থান বিক্ষোভ বিজেপির

রাজ্যে মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার এবং আর.জি.কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে আজ রাজ্য জুড়ে বিজেপির ব্লক অফিস অবস্থান কর্মসূচি রয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে’র নেতৃত্বে সদর মহকুমা শাসক দপ্তরের সামনে এ দিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থকেরা।