মেডিকেল কলেজের শিক্ষক ও পড়ুয়াদের সাথে বৈঠক

শিক্ষকদের  অনেকেই সঠিক ভাবে ক্লাস নিচ্ছেন না। অন্যদিকে ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও কম। মাস খানেক ধরে চলতে থাকা এই সমস্যার সমাধানে শনিবার জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক এবং পড়ুয়াদের সাথে পৃথকভাবে বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েক।

  জানা গেছে, এই সমস্যা সমাধান করতে অধিকর্তা মাঝে মধ্যেই পরিদর্শনে আসবেন। এদিন সকালে তিনি জলপাইগুড়ি আসেন। প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রত্যেকটি বিভাগ এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবনের কাজ পরিদর্শন করেন।  

 সকাল সাড়ে দশটা নাগাদ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলর সহ সভাপতি ডাঃ সুশান্ত কুমার রায় সহ অন্যান্য সদস্যদের সাথে নিয়ে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েক সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড এবং ল্যাবরেটরি ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সাথে। সেখান থেকে বেড়িয়ে সোজা চলে যান মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবন পরিদর্শনে। সেখানে কাজের বরাত পাওয়া সংস্থার কর্মীদের সাথেও ছোটো বৈঠক সারেন। এর পরে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সংবাদ মাধ্যমকে জানান, কাজ শেষ করার একটি নিদির্ষ্ট সময় সীমা দেওয়া হয়েছে।