উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এদিন ডিভিশনাল ম্যানেজারের অফিস ঘরে তাঁকে আটকে রেখে তাঁর ঘরের সামনে অবস্থান-বিক্ষোভে বসে তাঁরা।
তাঁদের অভিযোগ, ডিভিশনাল ম্যানেজার সংস্থার জন্য কোনরকম কাজ ঠিকমতো করছে না। গাড়িগুলো বেহাল অবস্থায় রয়েছে। তিনি সিআইটিইউ সংগঠনের সদস্যদের সাথে গোপনে বৈঠক করছেন। আর তাঁর লোকজন দিয়ে শুধুমাত্র তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি করছে। বিভিন্ন ডিপোতে জলের ব্যবস্থা নেই।
সমস্ত দিকে ম্যানেজার কোন রকম কর্ণপাত করছেন না বলে অভিযোগ করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস। তিনি বলেন, "এরই প্রতিবাদে আজ অবস্থান-বিক্ষোভে বসা হয়েছে। যতক্ষণ ডিভিশনাল ম্যানেজার আমাদের সঠিক উত্তর দিচ্ছেন না আমরা তাকে এভাবেই আটকে রেখে অবস্থানে বসে থাকব।"