যাত্রীবাহি টোটোতে দেদার চলছে মাল পরিবহন। ঘটছে ছোটো বড় দুর্ঘটনাও। যে কারণে টোটোতে এই ভাবে মাল পরিবহন করা যাবে না বলে বহুবার সতর্ক করা হয়েছিলো সদর ট্রাফিকের পক্ষ থেকে। কিন্তু তার পরেও জলপাইগুড়ি শহরের কিছু টোটো চালাক ওই নির্দেশ অমান্য করে দেদার মাল পরিবহন করে চলেছেন। কেউ গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছেন, কেউ চালের বস্তা। আবার কেউ কাঁচা সবজি পর্যন্ত বহন করছেন। সকাল থেকেই জলপাইগুড়ি শহরের রাস্তায় যাত্রীবাহি টোটোকে মাল পরিবহনের জন্য ব্যবহার করতে দেখা যায় কিছু টোটো চালককে।
এই বিষয়টি বন্ধ করার জন্য এর আগে টোটো চালক সংগঠন গুলিকে নিয়ে বৈঠক করে বলা হয়েছিলো। সেই সঙ্গে অভিযানও চালানো হয়। কিন্তু তারপরেও বন্ধ করা যায়নি। ট্রাফিক পুলিশের বক্তব্য, টোটো চালকদের একাংশ অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় এই কাজ করছে। তবে শহরের রাস্তায় এই ভাবে মাল পরিবহন করার কারণে যে কোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। সেই দিকে তাকিয়েই এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও নির্দেশ মানা হচ্ছে না।
মঙ্গলবার সকাল থেকে দিনবাজার, রায়কতপাড়া মোড়, তিকোনিয়া মোড়, জোড়াবাতি এলাকায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরির নেতৃত্বে অভিযান চালায় জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। একাধিক এলাকায় অভিযান চালিয়ে মাল সমেত প্রায় ২৫ টি টোটো আটক করা হয়। ট্রাফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, টোটো আটক করা হলেও সমস্ত মাল সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে।