শিলিগুড়ি শহরে ছদ্মবেশী ছিনতাইকারীকে নিয়ে আতঙ্কিত শহরবাসী।
প্রকাশ্য দিবালোকে তিন দুষ্কৃতী টোটো চালকের গলায় ব্লেড দিয়ে ছুরিকাঘাত করে। এরপর চালকের আর্তনাদে লোকজন জড়ো হলে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। এরপর তৃতীয় জন পালানোর চেষ্টা করলে তাকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে দেয় স্থানীয়রা। আজ দিনে-দুপুরে ক্রাইম সিরিজের মতই এই ঘটনা ঘটেছে প্রধান নগর থানার অন্তর্গত মার্গারেট স্কুলের পেছনের এক নির্জন জায়গায়। ঘটনায় প্রধান নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুষ্কৃতীকে ধরে থানায় নিয়ে যায়।
সূত্রের খবর, আজ বিকেলে বিশ্বদীপ সিনেমা হলের সামনে তিন ব্যক্তি যাত্রী হয়ে মার্গারেট স্কুলে যাওয়ার জন্য টোটো ভাড়া করেন। মার্গারেট স্কুলের পেছনে নির্জন গলিতে পৌঁছানোর সাথে সাথে ঐ তিন জন হঠাৎ টোটো চালকের ঘাড়ে ব্লেড রেখে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ। টোটো চালক অ্যালার্ম তুললে অনেক লোক জড়ো হতে দেখে সেখান থেকে পালিয়ে যায় দুই ছদ্মবেশী যাত্রী। সাথে ঐ টোটোচালকের সাথে থাকা যাবতীয় টাকা-পয়সা নিয়েই চম্পট দেয় তারা।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কিত ঘটনার শিকার হওয়া টোটো চালক সহ শহরের অন্যান্য টোটো চালকেরা ও সাধারণ মানুষ। বাকি দু'জন সহ আরো কোন গ্যাং এতে জড়িত কিনা তার তদন্তে প্রধান নগর থানার পুলিশ।