যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে‌ চাঞ্চল্য

শিলিগুড়ি চম্পাসারি এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। মৃত ওই যুবকের নাম মাধব সরকার (২৮)। পেশায় ঐ যুবক গাড়ি চালক ছিলেন।

  পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন গভীর রাতে বাড়ি ফেরার অভ্যেস ছিল তার,যে কারণে পরিবারের লোকজন দুশ্চিন্তায় থাকত। গতরাতেও ভোর প্রায় ৩ টে নাগাদ সে বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকে। তবে কখন রহস্যজনক ঘটনা ঘটিয়েছে, পরিবারের সদস্যদের কাছে তার অজানা।

  সকালে ঐ যুবকের মা তার ঘরে  গেলে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনায় খবর দেওয়া হয় প্রধান নগর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।