যুবতীর রহস্য মৃত্যু ও তার পিসির আত্মহত্যা চেষ্টা

এক যুবতীর রহস্য মৃত্যু! সেই সাথে মৃতা যুবতীর পিসির আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়া এলাকায়। মৃতা যুবতীর নাম অঙ্কিতা ঘোষ (২৫)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ময়নাগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  পুলিশ সূত্রে খবর, ছোটোবেলাতেই মাকে হারান অঙ্কিতা। বাবা অরবিন্দ ঘোষ দ্বিতীয়বার বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। এরপর পিসি সাধনা ঘোষের বাড়িতে থেকেই বড় হন অঙ্কিতা। বিগত কয়েক মাস আগে পিসেমশাইয়ের অসুস্থতার  কারণে অঙ্কিতা সহ তার পিসি সপ্তাহ খানেক আগে বাপের বাড়িতে চলে আসেন।

  জানা যায়, সোমবার রাতের খাবার সেরে পিসির সাথেই ঘুমোতে যান অঙ্কিতা। মঙ্গলবার সকালে অঙ্কিতাকে ডাকতে গেলে ঘরের মেঝেতে তার এক পায়ে গামছা বাঁধা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান বাড়ির সদস্যরা। তবে ওই ঘর থেকে উধাও ছিলেন পিসি সাধনা ঘোষ। পরিবারের পক্ষ থেকে বিষয়টি ময়নাগুড়ি থানায় জানানো হলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। এদিকে যুবতীর পিসি তিস্তা নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে  ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে তিনি বর্তমানে ময়নাগুড়ি থানায় রয়েছেন বলে খবর।

  এদিন যুবতীর জ্যাঠতুতো দাদা অরিন্দম ঘোষ দাবি করেন পিসির বাড়িতে অঙ্কিতাকে মানসিক ভাবে অত্যাচার করা হত। এই বিষয় নিয়ে এর আগেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তের দাবি অঙ্কিতার পরিবারের।