চরতোর্ষা ডাইভারশন ভেঙ্গে যাওয়ায় ফালাকাটা-আলিপুরদুয়ার যোগাযোগ বিচ্ছিন্ন, সড়ক পথে যান চলাচলও বন্ধ। মঙ্গলবার সকালে চরতোর্ষা নদীর জলস্তর কিছুটা কমতেই ডাইভারশনের কঙ্কালসার চেহারা প্রকট হয়। ফলে বিভ্রাটে পড়েছেন হাজার হাজার মানুষ। দ্রুত এই সমস্যা সমাধানের দাবিতে মহাসড়ক গণ সংগ্রাম কমিটির ডাকে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ শুরু হয়। এদিন ওই কঙ্কালসার ডাইভারশনের পাশেই চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি।