রথের দিনে বড়সড় দুর্ঘটনা দুই বাংলায়

রথের দিনে বড়সড় দুর্ঘটনা দুই বাংলায়। কলকাতায় ইস্কন মন্দিরের রথের চাকা উল্টে বিপত্তি। ক্রেনের সাহায্যে ওঠানো হল ভাঙাচোরা রথ।

  অন্যদিকে, বাংলাদেশে বিখ্যাত বগুড়ার রথ।রথযাত্রার আনন্দ, ধুমধামের মুহূর্ত বদলে গেল বিষাদে। বগুড়ায় রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৫ জনের, আহতের সংখ্যা ৫০-এর কাছাকাছি। রথটি বাংলাদেশের বগুড়ার সেউজগাড়ি শ্রী শ্রী ইসকন মন্দির থেকে পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দিরের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে ৩৭ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।