রাজ্য সড়কে ২ টি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

পানিট্যাঙ্কি-নক্সালবাড়ি রাজ্য সড়কে ২ টি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩। ঘটনায় শোরগোল এলাকায়।

  স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নক্সালবাড়ির বেঙ্গাইজোতের আমতলা এলাকায় পানিট্যাঙ্কি-নক্সালবাড়ি রাজ্য সড়কে ২ টি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরতরভাবে আহত হয় ৩ জন। আহতদের মধ্যে শ্রবণ শর্মা (১৮) ও আরিয়ান ভট্ট রাই (১৭), দু'জন উত্তর রামধন জোতের বাসিন্দা এবং রঞ্জিত মণ্ডল (৩৩ ) মেরীভিউের বাসিন্দা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নক্সালবাড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

 নক্সালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাইক দু'টিকে থানায় নিয়ে আসে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।