আচমকা ঝড়! তার জেরে লন্ডভন্ড হয়ে গেল জটেশ্বরের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সহ গাছপালা ও কৃষিজমি। মঙ্গলবার রাতের ঝড়ে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত প্রচুর বাড়িঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। কোন কোন বাড়ির ছাদের ওপরে পড়ে রয়েছে গাছ।
রাস্তায় রাস্তায় গাছপালা এবং বৈদ্যুতিক তার ছড়িয়ে-ছিটিয়ে থাকার ফলে ব্যাহত হয় যান চলাচল। জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলিনগর, মিত্রপাড়ায়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।