রামকৃষ্ণ মিশনের জমির যাবতীয় নথি কর্তৃপক্ষের হাতে তুলে দিল

শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমির মিউটেশন ও হোল্ডিং নম্বরের নথি মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল শিলিগুড়ি পুরনিগমের তরফে। শুক্রবার সেই নথি তুলে দিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।  উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।

  প্রসঙ্গত,  গত ১৯ মে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত সেবক হাউজে রামকৃষ্ণ মিশনের জমি দখল করার চেষ্টার অভিযোগ ওঠে প্রদীপ রায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শুধু তাই নয় পাশাপাশি রামকৃষ্ণ মিশনের সাধুদের মারধর ও নিরাপত্তারক্ষীদের ভয় দেখানোর অভিযোগে ওঠে। এরপর প্রদীপ রায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে ভক্তিনগর থানায় মিশনের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গত মঙ্গলবার ৫ জনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তুলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে এখনও অধরা রয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায়।

  এ বিষয়ে গৌতম দেব বলেন, সম্প্রতি মিশনের তরফে শিলিগুড়ি পুরনগমে মিশনের জমির হোল্ডিং নম্বর ও মিউটেশনের জন্য আবেদন করা হয়েছিল সেই সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হল মিশন কর্তৃপক্ষের হাতে।