রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আরও ২‌

রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আরও ২‌। ঘটনায় মোট গ্রেপ্তার ৭ জন। ধৃত দু'জনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ। তবে এখন‌ও অধরা রয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায়। 

  পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মনোজ ঘোষ ও শিবা পাশওয়ান। জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির এনজেপি ও পাসওয়ার্ড বস্তি এলাকায় অভিযান চালিয়ে এই দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের এ দিন জলপাইগুড়ি আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন ভক্তিনগর থানার পুলিশ। 

  উল্লেখ্য, গত ১৯ মে প্রদীপ রায় সহ কয়েকজন শিলিগুড়ি সেবক মোড় স্থিত রামকৃষ্ণ মিশনে ঢুকে সেখানে উপস্থিত মহারাজদের ভয় দেখায় ও মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল সেখান থেকে নিয়ে যায় অভিযুক্তরা। রামকৃষ্ণ মিশনে থাকা বেশ কিছু সিসিটিভিকে নষ্ট করে দেওয়ার অভিযোগে ওঠে প্রদীপ রায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে। মিশনের তরফে হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা‌ শম্ভু দাস, দেবাশীষ সরকার, শম্ভু মাহাত, শ্যামল বৈদ্য ও রাজীব বৈদ্য। রাজীব মাটিগাড়ার বাসিন্দা ও বাকিরা ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। এবারে সেই তালিকায় যুক্ত হল মনোজ ঘোষ ও শিবা পাশওয়ানের নাম। অধরা মূল অভিযুক্ত প্রদীপ রায়ের তদন্ত এখনও জারি।