রামকৃষ্ণ মিশনের জমি দখল কাণ্ডে অবশেষে গ্রেফতার কিং পিন

শিলিগুড়ির সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি দখল এবং মহারাজদের প্রাণনাশের হুমকি সহ নানান অভিযোগে তোলপাড় হয়েছিল বাংলা। 
এই ঘটনায় কেজিএফ গ্যাং-এর নাম উঠে এসেছিল। বেশ কয়েকজন অভিযুক্তের নামে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।

  বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এক এক করে অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান শুরু করে ভক্তিনগর থানার পুলিশ। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত বিধান হালদার এবং সঞ্জয় শিকদার পলাতক ছিল। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে বিধান এবং সঞ্জয়কে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল ভক্তিনগর থানার পুলিশ। কিন্তু অভিযুক্তরা কোথায়, তা ট্রেস আউট করতে পারছিলেন না ভক্তিনগর থানার তদন্তকারী অফিসারেরা।

  অবশেষে মিলল সাফল্য। সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি থেকে অভিযুক্তদের পাকড়াও করতে সমর্থ হয় ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।