রামপুরহাটে এস এফ আই এর প্রকাশ্য সভায় উত্তেজনা

বাম ছাত্র সংগঠন এস এফ আই এর প্রকাশ্য সভায় এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক ঈপ্সিতা ধরের বক্তব্য চলাকালীন উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাটে। আগামী শনি ও রবিবার দু’দিন বামফ্রন্টের এসএফআই এর জেলা সম্মেলন। সেই সম্মেলন উপলক্ষ্যে রামপুরহাটের কাছে আজ প্রকাশ্য সভা ছিল । সেই সভার প্রধান বক্তা ছিলেন এস এফ আই এর সর্বভারতীয় সম্পাদক ঈপ্সিতা ধর। বক্তব্য চলাকালীন রামমন্দির ও হিন্দুদের নিয়ে রাজনীতি বিষয়ে মন্তব্য করার সময় এক যুবক ঈপ্সিতা ধরের বক্তব্যের প্রতিবাদ করেন । এরপরেই তার উপর চড়াও হয় এসএফআই এর কর্মী-সমর্থকরা। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।