রাস্তার ওপর গাছ পড়ে বিপত্তি


শিলিগুড়ি সেবক রোডে আচমকাই রাস্তার মাঝখানে একটা বিশাল গাছ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  ঘটনায় আহত হন এক যুবতী। তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাছ পড়ে একটি টোটো ও স্কুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে আজ সকালে ভক্তি নগর থানার অন্তর্গত সেবক রোড ডন বস্কো মোড়ের একটি বহু পুরনো বিশাল গাছ হঠাৎ টোটো এবং স্কুটির উপর পড়ে যায়। 
রাস্তায় গাছ পড়ার খবর পেয়ে ভক্তিনগর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত গাছটিকে  রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়