বেহাল রাস্তার কারণে ঝুঁকির যাতায়াতে হিমশিম খাচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ ছোট ছোট স্কুল পড়ুয়ারা। সেই রাস্তায় চলছে ভারী যানবাহন, প্রতিবাদে পিডাব্লুডি মোড়- ঘোষপুকুর রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন স্থানীয়রা। এদিন খড়িবাড়ির কদমতলা মোড়ে পিডাব্লুডি মোড় থেকে খড়িবাড়ি ৩ কিমি রাস্তা এবং খড়িবাড়ি থেকে ভালুকগাড়া মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে ২ ঘন্টা ধরে চলে বিক্ষোভ।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং এই পথে ভারী যানবাহন নিষিদ্ধ করা হোক। নাহলে বিক্ষোভ চলবে। যদিও পরবর্তীতে খড়িবাড়ি পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়।