রিলে অনশন সহ চূড়ান্ত ধারাবাহিক আন্দোলনে নামল সুশ্রুতনগর নাগর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসার চূড়ান্ত অব্যবস্থা, কোভিড যোদ্ধাদের নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, দুর্নীতি ও অন্যান্য দাবি তুলে সোমবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিল সুশ্রুতনগর নাগরিক মঞ্চ। তারা জানান, যতক্ষণ না হাসপাতালে উন্নতমানের চিকিৎসা নিয়ে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়, বিক্ষোভ চলবে ততদিন। আরও অভিযোগ, ১৫ জুন, ২০২৩- ৮ মাস হয়েছে এই বিষয়টি নিয়ে লাগাতার বিভিন্ন আধিকারিককে জানিয়েছেন তাঁরা। অথচ এরপরেও কোনরকম ব্যবস্থা গ্রহণ হয়নি। পরিস্থিতি বেহাল। এদিকে হাসপাতাল আধিকারিকরা মোটা অঙ্কের টাকা নিয়েও কাজের কাজ কিছুই করেননি বলে অভিযোগ। অথচ কর্মীদের প্রাপ্য অর্থ দিতে পারবেন না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে অপরিষ্কার হাসপাতাল চত্বর। এছাড়া মেডিক্যাল কলেজের ১ ও ২ নম্বর গেট বন্ধ করার প্রচেষ্টাও চলছে। সব মিলিয়ে দীর্ঘদিনের বঞ্চনার শিকার সংগঠনের সদস্যরা। তাই একাধিক দাবিতে আজ থেকে রিলে অনশন সহ চূড়ান্ত ধারাবাহিক আন্দোলনে অনড় হলেন তাঁরা।