কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে সাসপেন্ডের ঘটনার মাঝে সোমবার বাকি দিনের মতো স্বাভাবিকভাবেই চলছে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন। উল্লেখ্য, গত শুক্রবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের শাফেলিকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় উপাচার্য। এই সাসপেনশন নিয়ে রীতিমতো বিতর্কে সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় সহ জেলা জুড়ে।
সাসপেন্ড করার পরও সেদিন রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছিলেন রেজিস্ট্রার। তিনি তার পদচ্যুতি মানতে নারাজ ছিলেন। যদিও রাতে তিনি বিশ্ববিদ্যালয় থেকে চলে যান। ইতিমধ্যে রেজিস্ট্রারকে সাসপেন্ড করে নতুন দায়িত্বভার দেওয়া হয়েছে। রেজিস্ট্রারের ঘরে তাঁর নেমপ্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার কর। তবে আপাতত সেই ঘরটিকে সিল করে রেখেছেন উপাচার্য। তা নিয়ে যদিও সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে ঝামেলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অভিজ্ঞমহল।
এ প্রসঙ্গে এ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিখিলেশ চন্দ্র রায় বলেন, বাকি দিনের মতো আজও বিশ্ববিদ্যালয় চলেছে স্বাভাবিক ছন্দে। নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সঠিক সময়ে বিশ্ববিদ্যালয় এসে তাঁর কাজ শুরু করেছেন। যদিও তাঁর কক্ষ সীল করা প্রসঙ্গে এদিন উপাচার্য জানান, আগের রেজিস্ট্রার আব্দুল কাদের শাফেলি আলমারির চাবি না দেওয়ায় কোন কাজ করা যাচ্ছে না। তাই ওই কক্ষটি আপাতত সিল করা হয়েছে। উনি চাবি দিলে পুনরায় ওই কক্ষ খুলে দেওয়া হবে।