কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ শহরের নিজস্ব বেতার 'রেডিও কোচবিহার'। প্রতিদিন ৮৯.৬ এফএমে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজার শহরে সম্প্রচারিত হয় এই কমিউনিটির রেডিও অনুষ্ঠান। লোক সংস্কৃতি থেকে শুরু করে কৃষি ও স্বাস্থ্য, কোচবিহারবাসীকে সমস্ত স্বাদের রসনা তৃপ্তির উপায় বাতলাচ্ছে 'রেডিও কোচবিহার'।
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হল 'রেডিও কোচবিহার'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার এই উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিখিলেশ চন্দ্র রায়। এ দিন কেক কেটে কোচবিহারের নিজস্ব বেতারের দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান উদযাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার তথা রেডিও কোচবিহারের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার কর, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, আরপিএফ আধিকারিক অনল মুকুল কিসকো প্রমুখ।