লক্ষাধিক টাকার জাল মদ ও সামগ্রী উদ্ধার, ধৃত ২

বিপুল পরিমাণ জাল মদ উদ্ধার। ঘটনায় গ্রেফতার ২। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

  জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল-মদ উদ্ধার করে আবগারি দপ্তর ও প্রধান নগর থানার পুলিশ। 

   ধৃতদের নাম কৃষ্ণা প্রসাদ, বরুন কুমার। ধৃত দু'জন‌ই শিলিগুড়ির বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১২৫ লিটার জাল মদ, ৩৭.৫ লিটার নন ডিউটি পেইড বিদেশি মদ ও ৬৯৭ পিস খালি মদের বোতল, ৯৬ পিস বিভিন্ন নামী ব্র্যান্ডের ২৪ টি জাল লেবেল সহ খালি প্লাস্টিকের মদের বোতল। বাজেয়াপ্ত করার সমস্ত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৩৫ হাজার টাকা। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে।