বাড়িতে কেউ না থাকার সুযোগে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগর দশ হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী। রবিবার শিলিগুড়ি আশিঘর ফাঁড়ির অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ির সদস্যরা মিলে আত্মীয়ের বাড়ি যান। রাতে বাড়ি ফিরে এসে দেখতে পান বাড়ির দরজা ভেতর থেকে আটকানো এবং পেছনের দরজা খোলা রয়েছে। এরপরই বাড়ির ভেতরে ঢুকে দেখতে পান, আলমারির লকার ভাঙ্গা এবং লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে সমস্ত জিনিসপত্র। টের পান নগদ ১০ হাজার টাকা সহ হাপিশ লক্ষাধিক টাকার সোনার গয়না। মুহূর্তে কান্নায় ভেঙ্গে পড়েন বাড়ির গৃহিণী। ঘটনায় পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছোয় আশিঘর ফাঁড়ির পুলিশ।
এদিকে শহরে বড়সড় চুরির ঘটনা ক্রমশঃ বাড়ছে, শহরবাসীর নিরাপত্তা নিয়ে বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ। কেনই বা একই ঘটনার পুনরাবৃত্তিতেও ধরা পড়ছে না দুষ্কৃতী দল, তা নিয়ে উঠছে প্রশ্ন।