শহর শিলিগুড়িতে লাগাতার সামনে আসছে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা। কখনও মোবাইল চুরি, কখনো বাড়িতে তালা ভেঙে চুরি, কখনও দোকানের টিন কেটে ভেতরে ঢুকে চুরি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকাতেই একের পর এক চুরির ঘটনায় নাজেহাল প্রশাসন।
প্রতিটি ঘটনার তদন্তে নেমে অভিযুক্তরা গ্রেপ্তার হলেও নতুন নতুন ঘটনা ঘটছে শহরে।
ঠিক এমনই একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার ফুলেশ্বরী মোড় এলাকায়। অভিযোগ, গত ১৮ মে ফুলেশ্বরী মোড় এলাকা দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছিলেন, সেই সময়ে তাঁর গলার হার ছিনতাই হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন ওই মহিলা। এরপর এই ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইঙ্গ-এর পুলিশ। অবশেষে মেলে সাফল্য। সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইঙ্গের পুলিশ ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা বাপ্পা দাস (ওরফে মাড্ডা), গণেশ কর্মকার এবং রোশন বর্মনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৯ গ্রাম গলানো সোনা।
শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই তিন অভিযুক্ত ওই মহিলার গলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।