ডুয়ার্সে চলছে লাগাতার বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলছে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ১০১ মিমি পরিমাণ ভারী বর্ষণের কারণে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সমস্ত ঝোরা, নদীতে জল স্ফীতি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙ্গনের কবলে বাসিন্দারা।