হাতির পর এবার লেপার্ডের তান্ডবে রাতের ঘুম উড়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকার বাসিন্দাদের। প্রায়ই লেপার্ড এসে গবাদি পশু নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। পাশাপাশি দিনের বেলাতেও এলাকায় দেখা মিলছে লেপার্ডের। ফলে আতঙ্কের পরিবেশ এলাকায়।
এলাকাবাসীদের কথায়, এখানে সাধারণ মানুষের প্রধান জীবিকাই কৃষিকাজ ও পশুপালন। একের পর এক লেপার্ডের হানায় গবাদি পশু শূন্য হয়ে যেতে বসেছে। কার্যত পেট চালানো দায় হয়ে পড়েছে। অন্যদিকে খবর পেয়ে এলাকায় খাঁচা বসিয়েছে বনদফতর।