শহরে ডেঙ্গুর বলি ৯ বছরের কিশোরী

ফের একবার ডেঙ্গু আক্রান্তের মৃত্যু শিলিগুড়িতে। এবারে বলি ৯ বছরের কিশোরী। চলতি বছরেই প্রথম ডেঙ্গু এনএস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তার মৃত্যুর খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে শহরে। 
  জানা গিয়েছে, শিলিগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিল জায়না খানাম। জ্বর না সারায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। এরপর রবিবার নার্সিংহোমে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া পরিবারে। অন্যদিকে, মানসিকভাবে বিপর্যস্ত মৃত শিশুর মা পুরনিগমের নজরদারির বিষয়ে প্রশ্ন তুললেন ।
  মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুরবোর্ডের দিকে। অভিযোগ, পুরনিগম ওয়ার্ডে সঠিকভাবে সাফ-সাফাই করলে ডেঙ্গু ছড়াতো না, প্রাণ যেত না ছোট্ট জায়নার। বছর নয়ের কিশোরীর মৃত্যুতে পুর বোর্ড তৃণমূল সরকারকে দায়ী করছেন মৃতার পরিবার।