আগামী ৭ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা সেই উপলক্ষে ইস্কন শিলিগুড়িতে আজ থেকে শুরু হল জগন্নাথ দেবের রথ মেরামতের কাজ। প্রথা মেনে রথের সামনে শঙ্খ, ঘন্টা, খোল করতাল সহযোগে কীর্তন আরতি করা হয়। উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয় দাস, প্রধান পুরোহিত সুমন গোপ দাস, উত্তর পূর্ব ভারতের ইসকনের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস প্রমুখ।