দেবিকা দত্ত, শিলিগুড়িঃ যানজট সমস্যায় জেরবার শিলিগুড়ি। অপ্রতুল পার্কিং ব্যাবস্থাই এই অবস্থার জন্য দায়ি ধারণা অনেকের। তাই পরিস্থিতি সামাল দিতে শহর শিলিগুড়িতে তৈরি করার উদ্যোগ গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যেই যানজট মোকাবিলায় বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে শিলিগুড়ি পুরসভার তরফে। হকার্স কর্ণারে দুটি জায়গা এস এফ রোডে একটি জায়গা পার্কিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও মহানন্দা নদীর পাড় ও ফুলেশ্বরী বাজারেও পার্কিং-এর জন্যে চিহ্নিত করা হয়েছে। পুরনিগম সূত্রে খবর, পার্কিং জোনের জন্য মহানন্দা নদীর চরে ও ফুলেশ্বরী বাজারে দুটি জায়গায় প্রায় ৩০০ টি যান পার্কিং-এর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে জায়গাটির পরিদর্শন করেছে পুরনিগমের আধিকারিকেরা। আগামী এক থেকে দুই বছরের মধ্যে প্রকল্প গুলি বাস্তবায়িত হবে। প্রকল্পগুলি বাস্তবায়িত হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিছুটা হলেও যানজট নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী পুরসভা। নতুন পুরবোর্ড যানজট মুক্ত শহর করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, যানজট শিলিগুড়ি শহরের একটা অন্যতম সমস্যা স্বাভাবিকভাবেই সে কারণে আমাদের কাজ করতে একটু বেগ পেতে হচ্ছে। এছাড়াও তিনি বলেন যে বাম আমলে শিলিগুড়ি শহরের বেশ কিছু পার্কিং বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে সামান্য সরকারের জমি আছে যেমন হকার্স কর্নারে দুটি জায়গা ও এসএফ রোডে একটি জায়গা চিহ্নিত করে পার্কিং তৈরি করার চিন্তাভাবনা করেছি এছাড়াও লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের কাছে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে আশা করছি এক দু বছরের মধ্যে সমস্যা সমাধান করতে পারব আমরা।