শিলিগুড়ি ২৫ নম্বর ওয়ার্ড মিলনপল্লী এলাকাতে আতঙ্ক বোমের। কিছু বাচ্চারা যখন এই রোড দিয়ে মিলন পল্লীতে খেলছিলেন হঠাৎ চোখ পড়ে ড্রেনে একটি সত্যি বাধা বোমের মতো জিনিস দেখতে পেয়ে এলাকার বাসিন্দাদেরকে ডেকে খবর দেয় এবং সেই দেখে এলাকার বাসিন্দারা খবরদার শিলিগুড়ি থানা পুলিশকে এবং ঘটনার স্থলে পৌঁছায় শিলিগুড়ি থানা পুলিশ এবং পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছেন আসলে এটা বোম নাকি অন্য কিছু। শিলিগুড়ির মিলনপল্লী এলাকায় বোম্বের মত একটি সুটলি বাধা জিনিস দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা অনেকটাই আতঙ্কে ভুগছেন। এবং সেই জিনিস বোমের মতো দেখতে পেয়ে খবর দেয় শিলিগুড়ি থানা পুলিশকে এবং ঘটনাস্থলে শিলিগুড়ি থানা পুলিশ এবং বোম স্কটের টিমদের খবর দেয়া হয় তারা ঘটনার তলে এসে পৌঁছে সে পুরো বিষয়টি তদন্ত শুরু করবে।