এক মাস কেটে গেলেও অয্যোধ্যায় ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দির নিয়ে দেশ জুড়ে ভক্তদের উন্মাদনার রেশ রয়েছে এখনও। যারা সরাসরি অযোধ্যায় পৌঁছোতে পারেননি, দেশের নানা প্রান্তে নিজেদের শহর কিংবা গ্রামেই সাধ্যের একটুকরো অযোধ্যায় পেয়েছেন সাধের রামলালার দর্শন। বৃহস্পতিবার শিলিগুড়ি জলপাই মোড় পতিরামজোত এলাকায় শিব মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ঠিক একইভাবে ভক্তদের মাঝে ধরা দিলেন বাবা বিশ্বনাথ, রাধা-কৃষ্ণ। অবশ্য বজরঙ্গবলী, মা দুর্গাও একইসাথে বিরাজ করছেন। দিনভর চলে মহাযজ্ঞ, এই অনুষ্ঠানকে ঘিরে মেতে উঠলেন ভক্তেরা, চলে প্রসাদ বিতরণ। দিনের শেষে শিবমন্দির হয়ে ওঠে আলোকিত আনন্দ যজ্ঞ। নিউজ মেট্রোর পর্দায় এ নিয়ে যাবতীয় আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করে ভক্তরা জানান, এই মন্দিরে থেকেই সকলের মনস্কামনা পূরণ করবেন জগতের সৃষ্টি, স্থিতি ও বিনাশকর্তা ভগবান শিব