দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে যুক্ত শিলিগুড়ি গেট বাজার এলাকার একটি সংগঠন। বর্তমানে মানুষের সেবার স্বার্থে ক্লাবের সম্পুর্ন ভবনই প্রায় উৎসর্গ করেছে রোগী পরিষেবায়। বর্তমানে ছোট একটি স্বাস্থ্যকেন্দ্রের রুপ নিয়েছে গেটবাজার এলাকার ওই সংস্থা। সকাল হতেই দুরদুরান্ত থেকে রোগীরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হয় এখানে।সামান্য মুল্যে এই পরিশেবা দিয়ে থাকেন তারা।
সোমবার চিকিৎসা পরিশেবায় আরোও একধাপ এগোলো এই সংস্থাটি।এদিন মেয়র গৌতম দেবের হাত দিয়ে আরোও একটি এম্বুলেন্স চালু করলেন। এদিন নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে এর সুচনা করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতমবাবু। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ মানিক দে, কাউন্সিলর তাপস চ্যাটার্জি, বিমান তপাদার।ওই সংস্থার সভাপতি মনোজ দাস বলেন,খুব সামান্য মুল্যে এই এম্বুল্যান্স পরিশেবা পাবে রোগী পরিজনেরা।