শিলিগুড়ির সিটি সেন্টারে শুরু হয়ে গেল ট্যুরিজম মেলা

শিলিগুড়ির সিটি সেন্টারে শুরু হয়ে গেল ট্যুরিজম মেলা। আগামি ১৮ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। মেলায় সিকিম, কাঠমান্ডু ছাড়াও  রাজস্থান সহ অন্যান্য জায়গা থেকে ট্যুর অপারেটররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ভাষণে গৌতম বাবু বলেন, উত্তরবঙ্গে ভারি শিল্প না থাকার ফলে ট্যুরিজম এবং সেইসঙ্গে কিছু অনুসারি শিল্প গড়ে ওঠার ফলে অনেকেই উপকৃত হচ্ছেন। পাশাপাশি গৌতম বাবু জানিয়েছেন পর্যটন শিল্পের প্রসার ঘটাতে বাগডোগরা বিমান বন্দরের পরিধি বাড়ানো হচ্ছে। উত্তরবঙ্গ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং তা পর্যটনের জন্য উপজুক্ত ডেসটিনেশন বলেও মন্তব্য করেন তিনি