বিশেষভাবে সক্ষমদের সার্টিফিকেট দেওয়া হল। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে মেয়রের পক্ষ থেকে সোমবার শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে এই শিবিরের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, একদিনের এই শিবিরে শিলিগুড়ির প্রায় ১১৫ জন বিশেষভাবে সক্ষমদের একদিনে সার্টিফিকেট দেওয়া হয়। এই শিবির সাড়া ফেললে পরবর্তীতে এমনই শিবিরের আরও আয়োজন করা হবে।
এবিষয়ে শিলিগুড়ি পুরনিগমের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিলি শীল সিনহা জানান, বিশেষভাবে সক্ষমের যারা সার্টিফিকেট এখনো পায়নি তাদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে একদিনেই বিশেষভাবে সক্ষমরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাচ্ছেন।