আগামীকাল থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জলপাইগুড়ি জেলার দু'টি জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। স্বাভাবিকভাবেই এই তিন মাস জঙ্গলে পর্যটনের সমস্ত কাজ কর্মই বন্ধ থাকবে।
জলপাইগুড়ি বন্যপ্রাণ বিভাগের পক্ষ থেকে বন আধিকারিক দিজ্জপ্রতিম সেন জানান, প্রতি বছর বর্ষায় জঙ্গল বন্ধ রাখা হয়। বন্য প্রাণীদের প্রজনন কাল এই বর্ষা। পাশাপাশি বর্ষার জলে জঙ্গলের গাছপালাও বাড়ে। সমস্ত দিক চিন্তা করে দীর্ঘ বছর থেকেই গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালী জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্য বন্ধ রাখা হচ্ছে। এবারেও এর ব্যতিক্রম নয়। আগামীকাল ১৬ই জুন থেকে তা কার্যকর হতে চলেছে, জঙ্গল বন্ধ থাকছে আগামী ১৫ সেপ্টেম্বর অবধি।