শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে থানা ঘেরাও, বিক্ষোভ ও পথ অবরোধ

রবিবার দুপুরে সন্দেশখালির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির প্রধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করল শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির ওবিসি সেল। অবিলম্বে শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে থানার সামনে রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে এবং শেখ শাহজাহানের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।